PNP

provincial nominee program, canada

PNP পিএনপি হলো Province প্রভিন্স) থেকে স্কিলড প্রোগ্রাম এর মাধ্যমে এপলিকেশন করা। যারা Express entry (এক্সপ্রেস এন্টি) তে এলিজেবল হচ্ছেনা তারা PNP (পিএনপি) এর মাধ্যমে নমিনেশন নিয়ে এক্সপ্রেস এর জন্য এলিজেবল হবে। এখানে ৬০০ মার্ক অতিরিক্ত যুক্ত হবে। প্রোভিন্স এর ওয়েবসাইটে থেকে NOC (এনওসি) খুজে বের করতে হবে। Alberta এলবার্টা এবং Ontario ওন্টারিও তে PNP  পিএনপি প্রোগ্রাম হয়না। বাকি  Province প্রভিন্স)গুলোতে হয়।

SINP saskatchewan সাসকাচুয়ান নমিনি প্রোগ্রাম- এসআইএনপি

এখানে দুটা পদ্ধতি আছে, একটা এক্সপ্রেস এন্ট্রি এর সাথে যুক্ত আর একটা ওকুপেশন ইন ডিমান্ড যেটা এক্সপ্রেস এন্ট্রি এর সাথে যুক্ত নয়।

  1. Oid- occupation in demand (paper based)
  2. Express entry (online application)

৪ টি বিষয়ের উপর মার্ক হবে- ৬০ মার্ক হলেই EOI ( expression  of interest) এর জন্য এলিজেবল হবে। ৭০ মার্ক হবে নিচের ফ্যাক্টরগুলো থেকে-

1.Education (maximum 23 points)

degree points
MA 23
Two or more degree 22
BA (Bachelor) 21
Canadian post secondary degree or diploma or equavalant 19

2.work experience (maximum 15 points)Most recent 5 years

Experiences time points
5 years 10
4 years 8
3 years 6
2 years 4
1 year 2

B.last 6-10 years

Experiences time points
5 years 5
4 years 4
3 years 3
2 years 2
1 year 1

 

3.age (maximum 12 points)

Age points
18-21 8
22-34 12
35-45 10
46-50 8

4.language (Language skills (maximum 20 points)

Lis. Sp. Red. Writ. Into. total
CLB-4 4.5 4 3.5 4 *3 12
CLB-5 5 5 4 5 * 14
CLB-6 5.5 5.5 5 5.5 *4 16
CLB-7 6 6 6 6 * 18
CLB-8 7.5 6.5 6.5 6.5 *5 20
CLB-9 8 7 7 7 *5 20
CLB-10 8.5 7.5 8 7.5 *5 20

বাকি ৩০ মার্ক এর হিসাব

category points
Previous work experience in saskatchewan 5
Previous student experience in saskatchewan 5
Close relative in saskatchewan 20
Total 30 points

 

শর্তসমূহ:

  •  এডুকেশন এর সাথে জব এর মিল থাকলে খুব ভাল হবে।
  •  ডকুমেন্ট আগে থেকেই রেডি রাখতে হবে।
  • Bachelor ব্যচেলর এবং Msters মাস্টার্স দুটা ডিগ্রি কেই ECA ( educational credential assessment) ইসিএ করানো ভাল হবে।
  • single occupationসিঙ্গেল ওকুপেশন এ এপলাই করতে হবে। (*যদি অনেক NOC এনওসি এর অভিজ্ঞতা থাকে তবে যেটার অভিজ্ঞতা বেশি এরকম একটা এনওসি এর অধীনে এপলিকেশন করতে হবে)
  • POF (proof of fund) পিওএফ তিন মাসের প্রয়োজন হবে।
  • ITA ( invitation to apply) আইটিএ পাওয়ার পর ফাইনাল এপলিকেশন সাবমিট এর পূর্ববরতী তিন মাসের স্টেটমেন্ট দেখাতে হবে।
  • Express entry  তে প্রোফাইল থাকতে হবে আগে থেকেই।

প্রস্তুতি :

  • ECA ( educational credential assessment) ইসিএ থাকতে হবে। কানাডিয়ান বডি দিয়ে এসেস করাতে হবে।
  • IELTS আইইএলটিএস এর কপি হাতে থাকতে হবে।

* এই দুটা বিষয় EOI ( expression  of interest) ইওআই সাবমিট করার আগে রাখতে হবে। তবে কাজের অভিজ্ঞতা এখানে সাবমিট এর সময়ে প্রয়োজন নেই কিন্তু যখন ITA ( invitation to apply) আইটিএ পাওয়া যাবে তখন কিন্তু এপলিকেশন করার সময় কাজের অভিজ্ঞতা সাবমিট করা লাগবে।

ধাপসমূহ:

EOI-ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) সাবমিট করতে হবে। *sinp online/ log into OASIS প্রোভিন্স থেকে ITA ( invitation to apply) আইটিএ দিবে ।

২ মাসের মধ্যে নমিনেশন ফি দিয়ে সাবমিট করতে হবে ফাইল।
*নমিনেশন পেতে ১০ দিন থেকে ৪ মাস পর্যন্ত সময় লাগতে পারে।

গত সেপ্টেমবর থেকে SINP saskatchewan এসআইএনপি খুব ভাল ভাবে শুরু করেছে । ২০০ টা  NOC-এনওসি দিয়েছে।

****১০০ মার্ক এর মধ্যে ৬০ মার্ক পেতে হবে এলিজেবল হবার জন্য। ***